নাটোরের বড়াইগ্রাম থেকে ডাকাতি হওয়া ২২টি গরু, ৩টি ট্রাক ও নগদ এক লাখ টাকাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ও নাটোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদাদ হোসেন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বড়াইগ্রাম এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার জানান, গত ৩০ আগস্ট ও ৫ সেপ্টেম্বর পাবনা-নাটোর সড়কের বড়াইগ্রামের উপজেলার শিবপুর এবং কয়েন বাজারের ময়মনসিংহপাড়া এলাকায় দুটি দুটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দুটি ট্রাকসহ ট্রাকে থাকা ২৩টি গরু এবং তাদের গরুর মালিকের কাছ থেকে এক লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব ঘটনায় বড়াইগ্রাম থানায় দুটি ডাকাতির মামলা হলে পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার বিকালে পুলিশ প্রথমে জেলার লালপুরের চানপুর থেকে ডাকাত সেকেন্দার আলীকে আটক করে। সেকেন্দার আলী বগুড়া জেলার গাবতলী থানার চকডমর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পরে তার দেয়া তথ্যমতে রাতভর অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে অপর চার ডাকাতকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, সিরাজগঞ্জের তাড়াশ থানার নওখাদা গ্রামের মৃত সাইফুল ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩০), মাদারীপুর সদর থানার চরগোবিন্দপুরের মৃত সুলতান আহম্মেদের ছেলে ফারুক গোসেন (৪০), কুষ্টিয়ার ভেড়ামারা থানার বাগ গাড়ীপাড়ার মৃত আসকার ব্যাপারীর ছেলে মিন্টু ব্যাপারী (৪০) ও একই উপজেলার মির্জাপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে শিশির মন্ডল(৩২) ও বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের জামাল মন্ডলের ছেলে ফজলে রাব্বি (২৬) কে বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের বিচারক তাদের সকলকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম