নাটোরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, কাফুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের উদ্দিন শাহ ও বিএনপি নেতা হেলাল উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম