ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী হত্যা ও ৬ জনকে কুপিয়ে আহত করার সাথে জড়িতদের বিচার দাবি করে মানববন্ধন কর্মসূচ পালন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাচ্চর-ঈশানগোপালপুর সড়কের উত্তর দয়ারামপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ মানববন্ধনের ওই ইউনিয়নের নারী পুরুষসহ সর্বস্তরের কয়েকশ ব্যাক্তি অংশ নেয়। মানববন্ধন শেষে এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদকারীরা।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে নিহতের স্ত্রী তাসলিমা বেগম, বড় ভাই আবদুল ওহাব, গ্রামবাসী আবুল কালাম, সালমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ