কুষ্টিয়ায় মোটরসাইকেল চুরি করে বিক্রি করার সময় চোরাই মোটরসাইকেলসহ দুই পেশাদার চোরকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের আলাউদ্দীন জোয়ার্দারের ছেলে আশিকুর রহমান আশিক (২৪) ও কুষ্টিয়া সদর উপজেলার পুরাতন হরিপুর এলাকার বজলু হোসেনের ছেলে বিজয় হোসেন (২১)। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে গ্রেফতারকৃত দুজন শহরতলীর ফিলিং ষ্টেশনের পাশে রেজিষ্টেশন বিহীন কালো ও সবুজ রংয়ের আরটিআর ১৫০ সিসির একটি মোটরসাইকেল বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজন পেশাদার চোর।
দীর্ঘদিন ধরে তারা মোটরসাইকেল চুরি ও চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত দুজনের মধ্যে একজনের নামে হত্যা মামলা ও অপর জনের বিরুদ্ধে থানায় পূর্বের চুরির মামলা রয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এসআই রফিকুল ইসলাম বাদী তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এএম