সিলেটের বিশ্বনাথে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম সাকিব রহমান সুজন (৩০)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ উত্তর গ্রামের সাইদুর রহমানের ছেলে। আজ শুক্রবার বিকেল ২টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই দিদারুল হক বলেন, যৌতুক আইনের সিআর মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোওয়ানা জারি করেন। আগামীকাল সকালে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএ