বগুড়ার নন্দীগ্রামে ১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কুস্তা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলেন- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার আরিফুল ইসলাম (২৮), ইমরান হাসান (২৭), তাহাজুল ইসলাম (৩২) ও রবিউল ইসলাম (২৯)। র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চারজন ব্যক্তি মোটরসাইকেল করে কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ নাটোরে যাচ্ছেন। এরপরে র্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযানে নামে। এক পর্যায়ে গ্রেফতার চারজন র্যাবের উপস্থিতি টের পেয়ে নিজেদের ব্যবহত মুঠোফোন বন্ধ করে নন্দীগ্রামের কুস্তা গ্রামে এক বাড়ির উঠানে অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের ব্যবহত দুইটি মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ফেন্সিডিল ও দুইটি ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়া (স্কোয়াড কমান্ডার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গ্রেফতার চারজন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম