বগুড়ায় আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহাবুব মোর্শেদ, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, সদর থানার ওসি সেলিম রেজা, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, নাট্যকর্মী শাহাদত জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বগুড়া প্রতিনিধি এএইচ এম আখতারুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন