দিনাজপুরের কাহারোলে উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য ৫শ জন আদিবাসী ও দলিতদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমাবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আদিবাসী ও দলিতদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে হেক্স/ইপারের সহযোগিতায় উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য আদিবাসী ও দলিতদের মাঝে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সংকটকালীন মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের গতিকে থামিয়ে দেন নাই। সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে সকল কার্যক্রম গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। বাজার নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, যদি আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার চেতনাকে অম্লান রাখতে চাই তাহলে মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত হওয়া প্রয়োজন।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ইএসডিও রিভাইভ প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুল হক, ইএসডিও রিভাইভ প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন