দেশের উন্নয়নের চাকা শ্রমিকরাই সচল রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দেশকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
আজ সোমবার বিকাল সন্ধ্যা ৬টায় ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি’র আমলে দেশে লুটপাট ছাড়া কোনো উন্নয়ন হয়নি। এই সরকারের আমলে দেশে যেই পরিমাণ উন্নয়ন হয়েছে, সেখানে বিএনপি কী আগামী নির্বাচনে জনগণের কাছে ভোট চাইতে পারে। আমার দৃঢ় বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগ সরকারের অবিস্মরণীয় উন্নয়ন বিবেচনা করে আবারও নৌকাকে বিজয়ী করবে।
বিডি প্রতিদিন/আবু জাফর