ময়মনসিংহের ফুলপুরে ৯টি প্রাতিষ্ঠানিক পুকুর বা জলাশয়ে রুই-কাতলাসহ দেশীয় বিভিন্ন জাতের ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব পোনা অবমুক্ত করা হয়।
ফুলপুর উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, কাজিয়াকান্দা ভূমি অফিস পুকুর, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া মাদরাসা পুকুর, মোকামিয়া আশ্রয়ণ প্রকল্প পুকুর ও চরপাড়া খাস পুকুরসহ উপজেলার ৯টি প্রাতিষ্ঠানিক পুকুর বা জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।
এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, রমনা মৎস্য ভবন, ঢাকা -এর জেলা মৎস্য অফিসার (রিজার্ভ) প্রীতি কনা পাল, নেত্রকোনা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নিবেদিতা দে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (ফুলপুর) সিরাজুস সালেহীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (ঈশ্বরগঞ্জ) সানোয়ার রাসেল, ফুলপুর মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর