বেনাপোল পোর্ট থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ১৫জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, পলাতক আসামিরা আত্মগোপনে থেকে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত রয়েছে। গতকাল রাতে থানার বিভিন্ন গ্রাম থেকে ১৫ জন কে গ্রেফতার করা হয়। এদের অধিকাংশ মাদক মামলার পলাতক আসামি।
আটককৃতরা হলেন, মোঃ সেলিম সর্দার, মোঃ জসিম উদ্দিন, মোঃ কালু মিয়া, মোঃ নজরুল ইসলাম ফকির, মোঃ তৈহিদ কারিগর, মোঃ সালাম, রাফুল ধাবক, মোঃ জাকির হোসেন ওরফে ডাকারিয়া, মোঃ হৃদয় হোসেন, মোঃ আইয়ুব হোসেন, মোঃ দাউদ আলী, মোঃ আব্দুল্লাহ, কোরবান বিশ্বাস, শহিন ধাকব, মোঃ মুস্তাক আলী।
গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন