মেহেরপুর সদর উপজেলার ঝাউরাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী হাডুডু খেলা আনুষ্ঠিত হয়েছে।
সুবিদপুর সূর্যসেনা ক্লাবের উদ্যোগে জারজিস খান স্মৃতিস্মরণে এ হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ হাডুডু খেলায় জেলার বিভিন্ন গ্রামের ৮টি দল আংশ গ্রহণ করছে। খেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসাবে ষাড় এবং দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে একটি করে খাঁসি প্রদান করা হবে। হাডুডুর খেলা উপভোগ করতে দর্শকদের উপচেপরা ভড়ি দেখা যায়
আজ মঙ্গলবার সকালে হাজি জালাল উদ্দিন মল্লিকের সভাপতিত্বে খেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি অ্যাড, আশাহানুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মো: মিলন খান ও বকুল হোসেন।
খেলার আয়োজক সুবিদপুর সূর্যসেনা ক্লাবের সভাপিত মিলন খান বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা। এই খেলাটি দিন দিন হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার এতিহ্য ফিরিয়ে আনতেই আমরা প্রতিবছর এই খেলার আয়োজন করি। তাই প্রতি বছরের মতো এবারও হাডুডুর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ