বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে দুর্বৃত্ত্বরা বিষ জাতীয় (গ্যাস ট্যাবলেট) খাইয়ে ৪টি গাভীন গরু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গরুগুলো মেরে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন খামারি জাহিদ (২৭)। তার দাবি এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী খামার মালিকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা ঘোপখালী গ্রামের নিজাম আকনের ছেলে জাহিদ আকন ৮টি গাভীন গরু নিয়ে নিজ বাড়িতে একটি গরুর খামার করেন। ওই খামারে থাকা গরুর দুধ বিক্রি করে উপার্জিত আয় দিয়ে পরিবার- পরিজন নিয়ে ভালো ভাবেই চলছিল জাহিদের সংসার। আজ (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোররাতে সুস্থ সবল বড় বড় গরুগুলো একে একে মাটিতে লুটিয়ে পরে। কিছুক্ষণ পরে পেট ফুলে উঠে। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ৪টি গরুই মারা যায়। এ সময় খামার মালিকের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান।
এ ঘটনায় আমতলী থানায় মামলা করা হবে বলে ভুক্তভোগী খামার মালিক জাহিদ আকন জানিয়েছেন। তিনি এর বিচার চেয়েছেন।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, আমার ইউনিয়নের ঘোপখালী গ্রামের সবুজ আকনের খামারের ৪টি গাভীন গরু দুর্বৃত্ত্বরা বিষ জাতীয় ট্যাবলেট খাইয়ে মেরে ফেলেছে। আমি পুলিশকে অনুরোধ করবো ওই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এতগুলো বোবা প্রাণীকে দুর্বৃত্ত্বরা বিষ জাতীয় কিছু খাইয়ে মেরে ফেলেছে। আসলেই বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল