জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ছানোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ছানোয়ার হোসেন জেলার কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
(ওসি) এস এম মঈনুদ্দীন জানান, দুপুরে কালাই সোনালী ব্যাংকে টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজ শেষে তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছানোয়ার হোসেন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএ