তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠাতে বাংলাদেশকে সমর্থন করে তুরস্ক। বাংলাদেশকে সহায়তা করছি যারা কিনা এক মিলিয়নের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীকে মানবিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় সব ধরনের সহযোগিতা দেবে তুরস্ক।
মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়ার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মিলনায়তনে হাসপাতালের আইসিইউ ভেন্টিলেটরের হস্তান্তর অনুষ্ঠানে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়ন করছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকসহ প্রতিটা ক্ষেত্রেই আমরা পরস্পরের পাশে দাঁড়াবো। ব্যবসা-বাণিজ্যের প্রসারেও তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়নে তুরস্ক কাজ করে চলেছে। বাংলাদেশ এবং তুরস্ক কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা এই সম্পর্ককে আরো জোরদার করতে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশে পৌঁছার আগ পর্যন্ত ভাবনা ছিল তুরস্কই একমাত্র অতিথি আপ্যায়নের দেশ। কিন্তু বাংলাদেশে এসে ভাবনাটা পরিবর্তন হয়ে গেল। বাংলাদেশই সবচেয়ে বেশি আপ্যায়ন প্রিয় দেশ। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস বগুড়ায় জন্ম হলেও সারাদেশে উন্নয়নে অবদান রাখছে। তাদের ধন্যবাদ জানাই।
টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ডেভেলপেমন্ট ব্যাংক গ্রুপের রিজিওনাল ম্যানেজার (রিসিডেন্ট কান্ট্রি হেড) রিজিওনাল হাব অব ঢাকা বাংলাদেশ নাসিস সোলায়মান ও তুর্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির কো-অর্ডিনেটর সেভকি মার্ট বারিস।
টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হাসপাতালের আইসিইউ-এ ৮টি ভেন্টিলেটর হস্তান্তর করেন। ভেন্টিলেটরগুলো তুরস্ক প্রতিনিধি দল প্রতিস্থাপন করে দেয়। এগুলো তুরস্কের তৈরি।
বিডি প্রতিদিন/এমআই