খেলার মাঠ দখলমুক্ত করে সংস্কারের দাবিতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সদর উপজেলার মঘি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আড়ুয়াকান্দি গ্রামের কিশোর ও যুবকরা।
মঙ্গলবার বেলা ১১টায় শহরে চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, প্রায় ২ একর জায়গায় সরকারি খাস জমির উপর ঐতিহ্যবাহী এই মাঠে বংশ পরম্পরায় খেলাধুলা করে আসছে গ্রামের সাধারণ মানুষ। সম্প্রতি মাঠের আশপাশের কয়েকটি প্রভাবশালী পরিবার মাঠের পাশে দোকান বসিয়ে ও পুকুর কেটে এখানকার খেলাধুলার পরিবেশ নষ্ট করছে।
তারা দ্রুত মাঠ দখলমুক্ত করে উদ্ধার ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করে দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ শতাধিক মানুষ স্বাক্ষর করেন।
বিডি প্রতিদিন/এমআই