শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে রাতুল (১৪) নামে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মালাকোচা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের রাতুল মালাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। ওই সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। রাতুল রাতুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানজিনা আফরিন ইভা ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম