নাটোরের লালপুর উপজেলায় পৃথক ঘটনায় এক নারী ও এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মহারাজপুর এবং লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন মহারাজপুরের রফিকুল ইলামের ছেলে শাহাজালাল (২৩) ও লক্ষীপুর এলাকার মোনাজাত প্রামাণিকের স্ত্রী হাসিনা বেগম (৭০)।
এ বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পরিবারের বরাত দিয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ওই বৃদ্ধা হাসিনা বেগমকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাচ্ছিল না পরিবার। পরে বুধবার সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে, পানিতে গোসল করতে নেমে ডুবে মারা যায় ওই বৃদ্ধা।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে গ্যাস ট্যাবলেট খায় শাহাজালাল। পরিবারের লোকজন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলেও ওসি জানান।
ওসি মনোয়ারুজ্জামান আরও জানান, নিহত শাহাজালালের স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তাদের স্বামী-স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কলহের জের ধরে ওই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক