চোরাই মোবাইলসহ জাহাঙ্গীর খান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ২৩টি স্মার্টফোন জব্দ করা হয়। আটককৃত জাহাঙ্গীর খান মাধবপুর পৌর এলাকার ঘুমুটিয়া গ্রামের লাল মিয়া খানের পুত্র।
হবিগঞ্জ ডিবি পুলিশের (গোয়েন্দা শাখা) এসআই অভিজিৎ ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর খান দীর্ঘদিন যাবত চোরাই মোবাইল কেনা-বেচা করছিল এমন তথ্য ছিল ডিবি পুলিশের কাছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মাধবপুর বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় চোরাই ফোনসহ তাকে আটক করা হয়। ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
এসআই অভিজিৎ বলেন, আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল