‘নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ এ স্লোগানে বগুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানুষের জন্ম একবার, মৃত্যু একবার। তাই জন্ম-মৃত্যু সনদ থাকবে একটি করে। দেশের সব নাগরিক জন্ম ও মৃত্যু সনদের আওতায় এলে এ দেশের জনসংখ্যার পরিসংখ্যান হিসাব করতে সহজ হবে এবং ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা।
সদর উপজেলা সহকারী প্রোগ্রামার আল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, সিনিয়র কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, নামুজা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোন্নাফ হোসেন প্রমুখ।
শেষে সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ অর্জন করায় তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন