চুয়াডাঙ্গায় পূজার ছুটিতে ডা. পরিতোষ কুমার ঘোষ নামে এক চিকিৎসকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ এক লাখ টাকা খোঁয়া গেছে।
শ্বশুরবাড়ি পূজার ছুটি কাটিয়ে গতকাল বৃহস্পতিবার বাড়ি ফিরে চুরির বিষয়টি নিশ্চিত হন ওই চিকিৎসক।
ডা. পরিতোষ কুমার ঘোষ জানান, তিনি দীর্ঘদিন যাবৎ সদর হাসপাতাল সড়কের একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকেন। গত ১ অক্টোবর সপরিবারে পূজার ছুটি কাটাতে ফরিদপুরে শ্বশুরবাড়ি যান। গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ি ফিরে আসেন। এক পর্যায়ে ঘরের আলমারি খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা।
তিনি বলেন, আলমারির একটি কালো ব্যাগে স্বর্ণালঙ্কারগুলো রাখা ছিল। একই আলমারিতে প্রায় এক লাখ টাকাও ছিল। টাকা এবং স্বর্ণালঙ্কারগুলো পাওয়া যাচ্ছে না। এছাড়া অন্য সব কিছু আগের মতোই আছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, চুরির ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন