মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবার চালু করা হয়েছে স্বপ্নযাত্রা ওয়াটার অ্যাম্বুলেন্স। রামগতির বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ এলাকাসহ আশে পাশের প্রায় ৩০ হাজার মানুষ এ অ্যাম্বুলেন্সের সেবা পাবেন। এর শুক্রবার সকাল থেকে এ অ্যাম্বুলেন্সটি দিন-রাত ২৪ ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত আছে ও থাকবে বলে জানা গেছে।
এর আগে রামগতি পৌরসভার আলেকজান্ডার মেঘনা নদীতে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের সভাপতিত্বে এ সময় আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ,সহকারি কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন প্রমুখ।
আয়োজকরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। জাইকা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্সটি কেনা হয়। এর ধারা বিচ্ছিন্ন চর আবদুল্লাহসহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, চর আবদুল্লাহ রামগতি থেকে একেবারেই বিচ্ছিন্ন। সেখানকার মানুষ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। বিষয়টি বিবেচনা করে স্বপ্নযাত্রা ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। চর আবদুল্লাহর বাসিন্দা ছাড়াও নদী তীরবর্তী এলাকার সকল মানুষ সেবা নিতে পারবেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ