খুলনার পাইকগাছায় পুকুরে পানিতে ডুবে সিয়াম মোল্লা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চাঁদখালী গড়ের আবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শিশু সিয়াম চাঁদখালীর উত্তর গড়ের আবাদ গ্রামের আশরাফুল মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম বাড়ির পাশে খেলতে গিয়ে অসতর্কতায় পুকুরে ডুবে যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন সিয়ামকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সিয়ামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএ