চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর মেয়রদের মধ্যে শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। জেলার সকল পৌরসভার মধ্যে কাজের সফলতা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ দক্ষতার জন্য তাকে শ্রেষ্ঠ মেয়র ঘোষণা করা হয়। পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) জেলা প্রশাসক এ কে এম গালিভ খান তাকে শ্রেষ্ঠ মেয়রের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এদিকে জেলার মধ্যে শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হওয়া প্রসঙ্গে সৈয়দ মনিরুল ইসলাম বলেন, এ সফলতা শিবগঞ্জ পৌরসভা ও উপজেলার সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করলাম। নির্বাচনের সময় ঘোষণা ছিলো, আমি মেয়র নির্বাচিত হতে পারলে প্রত্যেক নাগরিকই হবেন একেক জন মেয়র। নির্বাচিত হয়ে সে কথা স্বরণে রেখে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে মেয়রের কক্ষ সকলের জন্য উন্মুক্ত করেছি। পৌরবাসীর সকল বিপদে-আপদে পাশে থেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।
উল্লেখ্য, সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার ৩০ বছরের ইতিহাসে সর্বপ্রথম আওয়ামী লীগ সমর্থিত মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/হিমেল