ফরিদপুরের চরভদ্রাসনে জমিজমার বিরোধের জের ধরে ভাই-ভাবিকে কোদালের আঘাতে জখমের ঘটনা ঘটেছে। সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামে শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মৃত হাসেম তালুকদারের ছেলে মো. সরোয়ার তালুকদার (৫৬) এবং তার স্ত্রী শাহানাজ পারভীন। সরোয়ার বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
সরোয়ারের মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাবিলা আক্তার (১৩) জানান, তার চাচা রাজু তালুকদার ও তার বাবা পাশাপাশি ঘরে থাকেন, তবে উঠান একই। উঠানে বেগুনের চারা তোলার অভিযোগ এনে তাদের ঘরের সিঁড়ির পাশে কোদাল দিয়ে মাটি কাটতে থাকে রাজু। এসময় তার বাবা আপত্তি করেলে কোদাল দিয়ে এলাপাথারি ভাবে মাথায় কোপায় রাজু এ সময় তার অপর চাচা সাইদ তালুকদার (৪৮) সাথে ছিলেন। তার মা শাহানাজ এগিয়ে আসলে তিনিও জখম হন। পরে সরোয়ারকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।
এ ঘটনার ব্যাপারে রাজুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মুঠোফেনে সাইদ তালুকদার তাদের মধ্যে জমিজমার বিরোধের কথা স্বীকার করেন। তবে সরোয়ারকে কোপনোর কথা অস্বীকার করে তিনি বলেন, সকালের খাবার খাচ্ছিলেন তিনি। এর মধ্যে হইচই শুনে এগিয়ে দেখেন সরোয়ারকে আহত করা হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ঋতু সারিন বলেন, সকালে দুইজন চিকিৎসার জন্য এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুররে রেফার্ড করেছেন। কোপানের বিষয়ে তিনি বলেন, তার দৃষ্টিতে কোপানো বলে মনে হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করলে সঠিক বোঝা যাবে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল বলেন, মারামারির ঘটনা শুনে তিনি পুলিশ পাঠিয়েছিলেন। আহতরা চিকিৎসার জন্য ফরিদপুরে গিয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/হিমেল