রাঙামাটির বাঘাইছড়িতে অটোরিক্সা উল্টে ছন্দ্র চাকমা (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার রাবার বাগান মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জ্ঞান বীর চামকা (৪৬) ও জ্ঞান রতন চাকমা (৪৭)। তারা বর্তমানে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যায় বাঘাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে ছন্দ্র চাকমা। আহত হয় জ্ঞান বীর চামকা ও জ্ঞান রতন চাকমা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা এখন চিকিৎসাধীন রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোনো অভিযোগ আসেনি থানায়। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন