রাঙামাটিতে হাজারো মুসল্লির ঢল নেমেছিল জশনে জুলুসে। শুক্রবার জুমার নামাজের পর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির বর্ণাঢ্য জুলুস বের করা হয়। জশনে জুলুসটি শহরের কোর্ট বিল্ডং, কাঠালতলী, পৌরসভা, দোয়েল চত্বর প্রদক্ষিণ করে রিজার্ভ বাজার জামে মসজিদে এসে শেষ হয়।
এসময় নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লি জুলুসে যোগদান করেন। জশনে জুলুসের নেতৃত্ব দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাওলানা আবদুল ওয়াজেদ। জুলুস শেষে রিজার্ভ বাজার জামে মসজিদে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব জসিম উদ্দিন নুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, আমানতবাগ জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, কলেজ গেইট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন আল ক্বাদেরী প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল