মাদারীপুরের রাজৈরের শানেরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজেন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।মস্তফাপুর হাই ওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি পরিবহনের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম পলাশ মাতুব্বর (৩০), পিতা কালু মাতুব্বর। পলাশের বাড়ি উপজেলার মোল্লাদি বাজিদপুর গ্রামে। অপর নিহতের নাম আফরোজা (২৫) বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় প্রায় আধা ঘন্টার যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/এএ