বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরে কৈগাড়ি এলাকায় হোমিও কলেজের পাশে এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বগুড়া শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কৈগাড়ী হোমিও কলেজের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলিয়ে যায়। পরে ওই আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই ব্যক্তির পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। নিহতের পরিচয় এবং কি কারণে এ হত্যাকাণ্ড তা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল