চালককে হত্যা করে অটো ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।
এর আগে, রবিবার রাতে নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- নেত্রকোনা জেলার মোজনগঞ্জ থানার দেওথান গ্রামের আয়নুল হকের ছেলে মাসুদ রানা (২৪), ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহর গ্রামের মৃত মান্নান হাওলাদারের ছেলে মো. মিজান (৩৫), একই থানারকাঠিপাড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. শাহাবুদ্দিন (২৯), শরীয়তপুর জেলার পালং মডেল থানার পশ্চিম চরসন্ধি গ্রামের নুরুল আমিন মল্লিকের ছেলে মো. ইকবাল হোসেন মল্লিক(৩৬) ও বরিশাল জেলার মূলাদী থানার ভেলরিয়া গ্রামের মজিবুরের ছেলে মো. ইমরান (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটক হওয়া ৫ জন গতরাতে প্রাইভেট কার, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী টু নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশ এই তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় জানতে পারে, এই পাঁচজনের দুজন গত ৬ সেপ্টেম্বর ব্যাটারিচালিত অটো চালককে হত্যা করে সেই অটো ছিনতাইয়ের সাথে জড়িত। তারা সকলেই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাছাড়া, তাদের সকলের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থাকায় হত্যা, গুম ও ডাকাতির মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম