সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সোমবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জাসদ দিনাজপুর শাখার আয়োজনে ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী (১৯৭২-২০২২) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাসদের সহ-সভাপতি এ্যাড. খায়রুল বাসার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদুল্লাহ, জেলা জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক উত্তম কুমার রায়, খানসামা জাসদ নেতা মোঃ শহীদুল্লাহ, সাবেক জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক রণজিৎ কুমার রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ