বগুড়ায় আইনজীবী দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উভয় পক্ষ একে অপরকে অশালীন বাক্যবাণে জর্জরিত করেছেন বলে জানা যায়। সোমবার সকাল ১০টায় বগুড়ার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আইনজীবীরা জানান, বেশ কিছুদিন আগে থেকেই অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু ও পিপি আব্দুল মতিনের মধ্যে বার সমিতি নির্বাচন নিয়ে ব্যক্তিগত ঝামেলা চলে আসছে। তারা দুই গ্রুপই আওয়ামী লীগ সমর্থিত ও দলের ক্ষমতা নিয়ে মাঝে মধ্যে ঝামেলা হয়। এর ধারাবাহিকতায় সোমবার সকালে আদালত চত্বরে জজ কোর্টের প্রধান গেটে একটি বাঁশের খুটি দিয়ে গেট বানানো নিয়ে দুই পক্ষের আইনজীবীদের এমন তর্ক-বিতর্ক ও হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘণ্টার মতো উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়ে আসে। অভিযোগ উঠেছে, বগুড়া জেলা জজ আদালতের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর গ্রুপ ও বগুড়া বার সমিতির সভাপতি পিপি আব্দুল মতিনের গ্রুপের লোকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটায়।
অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জানান, আমি এই ঘটনার ব্যাপরে কিছু জানতাম না। আমি মাত্র আদালত চত্বরে আসলাম। এসে জানতে পারলাম এমন একটি ঘটনা ঘটেছে। তবে আমার মনে হয় বার সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। এর বেশি আমি কিছু আপাততো জানি না।
বগুড়া কোর্ট ইনচার্জ সুব্রত ব্যানার্জী বলেন, ঘটনার পর থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেন কী কারণে এমন ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমি কিছুই জানি না।
বিডি প্রতিদিন/ফারজানা