৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বরিশালের উজিরপুরে বিএনপির লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রক্কালে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। এতে গোয়েন্দা পুলিশের এক সদস্য ও বিএনপির ৬ নেতাকর্মীসহ ৭ জন আহত হয়েছেন।
এদিকে গণসমাবেশ সফল করতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালে বিএনপির ৫ নভেম্বরের গণসমাবশ সফল করতে সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণের আয়োজন করে স্থানীয় বিএনপি। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন। সকাল ১০টার দিকে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী ইচলাদী বাসস্ট্যান্ডে জড়ো হয়। তারা প্রধান অতিথির অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে যুব ও ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত হয় জেলা পুলিশের বিশেষ শাখার সদস্য আতিয়ার রহমান এবং বিএনপির ৬ নেতাকর্মী। আহত উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শাহিন, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি মিজানুর রহমান মিঠু, পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক মনিরা আক্তার ও সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার, ষোলক ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকরাম হোসেন ভুলু সরদার ও বিএনপি কর্মী ইয়াসিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দোহা আজাদ।
পরে ওই উপজেলার ধামুরা বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি নেতারা।
এদিকে বরিশাল নগরীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। সকাল ১১টায় বরিশাল আদালত চত্ত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে সরোয়ার সাংবাদিকদের বলেন, ইভিএমের মাধ্যমে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এ সরকারের কাছে গণতন্ত্র ও সাধারণ মানুষ নিরাপদ নয়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সরকার পতনের একদফা আন্দোলনে পরিণত হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন