মানিকগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা হক রিনা।
সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা জাসদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ জেলা জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা