মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়ায় কালীগঙ্গা নদীর পাড় হতে অবৈধভাবে মাটি কাটা এবং রাস্তাঘাটের ক্ষতির প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাশী এলাকার চৈল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন পালিত হয়। এসময় স্কুলে-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে কলাশী ও চৈল্লা এলাকার মো. মামুন মিয়া, আতিকুর রহমান. আবু সাঈদ, সাবেক মেম্বার সাহেব আলী ও নাজমুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।