টাঙ্গাইলে নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় অগ্নিবীণা আইডিয়াল কলেজের দপ্তরী সুলতান হোসেন স্বপন হত্যাকান্ডের চাঞ্চল্যকর ঘটনার মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন সিংজোড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী।
মানববন্ধনে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী, বড় ছেলে মো. পলাশ মিয়া, অগ্নিবীণা আইডিয়াল কলেজের সভাপতি মীর মুশফিক হোসেন শৈবাল, দাতা সদস্য দেওয়ান জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামছুজ্জামান মিরন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদত হোসেন প্রমুখ।
২৯ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে মাদকসেবনে বাঁধা দেওয়ায় সংঘবদ্ধ মাদকসেবীদের হামলায় নিহত হন অগ্নিবীণা আইডিয়াল কলেজের দপ্তরী সুলতান হোসেন স্বপন।
বিডি প্রতিদিন/এএ