বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই উপজেলার বাগধা ইউনিয়নের চিত্রারপাড় গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু তামিম শেখ (৫) ওই গ্রামের রেজাউল শেখের ছেলে।
স্বজনরা জানান, পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায় শিশু তামিম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এক পর্যায় পুকুর থেকে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রায়হান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম