বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে একটি পরিবারের ৭ টি ঘর, ২ টি গরুসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা ২ ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের ধর্মগাছা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, গৃহকর্তা মোশারফ হোসেন সকাল ৮ টায় বাড়ি থেকে পেরিরহাট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার স্ত্রী ছাবিনা ইয়াছমিন সকাল সাড়ে ৯ টায় বাড়ির সকল ঘর ও গেইট তালাবন্ধ করে তার শিশু শ্রেণিতে পড়ুয়া সন্তান সানজিদুর রহমানকে নিয়ে প্রাইমারী স্কুলে যায়। বেলা ১১ টায় তাদের তালাবন্ধ ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গ্রামের লোকজন চিৎকার করতে থাকে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয়রা আগুন লাগার বিষয়টি গাবতলী দমকল অফিসে ফোনে সংবাদ দেয়। ২ ঘণ্টা প্রাণপন চেষ্টাকরে গ্রামবাসী আগুন নিভিয়ে ফেলে। এরপর দমকল কর্মীরা চলে আসে। বাড়ির মধ্য গোয়াল ঘরে রাখা ২টি বিদেশী গাভী আগুনে পুড়ে মারা যায়। ৭টি ঘরের সকল প্রকার আসবাবপত্র পুড়ে কয়লা হয়ে যায়।
গৃহকর্তা মোশারফ হোসেন দাবি করেন, আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিধেয়বস্ত্র ছাড়া তার আর কিছুই নেই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন