নাটোরের গুরুদাসপুরে যমজ দুই বোন হাসি খাতুন (১৪) ও খুশি খাতুন (১৪) এক সাথে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে হাসি খাতুন মৃত্যুবরণ করেছেন। অপর বোন খুশি খাতুন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট সুজার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। যমজ দুই বোন ওই এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, যমজ দুই বোন বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার সময় হাসির সাথে খুশির নিজ বাড়িতেই কথা কাটাকাটি হয়। দুইজনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে দুপুর আনুমানিক ১টার সময় নিজ বাড়িতে থাকা জমিতে প্রয়োগ করা কীটনাশক প্রথমে হাসি খুশির ওপর রাগ করে পান করে। পরে খুশিও কীটনাশক পান করে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসে।
বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা হাসি খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার প্রতিবেশি ফারুক হোসেনের যমজ দুই মেয়ে কীটনাশক জাতীয় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে একজন মারা যায় এবং অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়ের মৃত্যুর খবরে তার মা সাগরিকাও অসুস্থ হয়ে পরেছে। তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে। দুই বোনের মধ্যে মান অভিমানে তার বিষ পান করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল