মাগুরায় ইয়াবাসহ শহিদুল ইসলাম জনি (৩৮) নামের রাজবাড়ীর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প। গতকাল সোমবার সন্ধ্যায় র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫১৫ (পাঁচশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক শহিদুল ইসলাম জনি রাজবাড়ী জেলা সদরের ভবানীপুরে কামরুল ইসলামের ছেলে।
জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ফরিদপুর জেলার মধুখালী হতে মোটরসাইকেলযোগে মাগুরা জেলার উদ্দেশে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াপদা এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে।
তখন মোটরসাইকেলে থাকা শহিদুল ইসলাম জনির হেফাজত হতে ৫১৫ (পাঁচশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামত ও আটকৃতকে মাগুরা জেলার শ্রীপুর থানায় হন্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি জাফরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, র্যাব হস্তান্তর করার পর আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্টে চালান করা হয়েছে।