ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ দুই জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান (১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই।
সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মোটরসাইকেল যোগে তারা মহেশপুরের মালাধরপুর গ্রাম থেকে সদর উপজেলার হলিধানী গ্রামে আসছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হাজিডাঙ্গা গ্রামে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ২ জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা করে। আহত আল মাহমুদের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে রেফার্ড করে। যশোর নেওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার নামকস্থানে পৌছালে আল মাহমুদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম