রংপুর রেল স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী এলআর কমিউটার ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। নিহত জাভেদ মিয়া (৬০) মিয়া নগরীর মুসলিমপাড়া এলাকায় মৃত মিয়া হোসেনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি রেললাইন পারাপার হচ্ছিলেন।
রংপুর জিআরপি পুলিশের এসআই মো. মোস্তফা কামাল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ জিআপি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারে সদস্যদের খবর দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম