জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। ইউনিয়ন দুটিতে এবারই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১০ সালে ক্ষেতলাল পৌরসভা গঠনের সময় সীমানা নির্ধারণের করণে এই দুটি ইউনিয়নে পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বড়তারা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার ৮ হাজার ৯৩১ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একজন এবং স্বতন্ত্র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সদস্য পদে ৩০ জন এবং সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ৮ জন নারী।
অপরদিকে তুলসীগঙ্গা ইউনিয়নে মোট মোটার ৮ হাজার ৫৯৩ জন। যাদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৩০৫ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে একজন আ’লীগ মনোনীত, অন্যজন আ’লীগের বিদ্রোহী। আর সাধারণ সদস্য পদে ২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান বলেন, বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি ভোটারদের উপস্থিতির মধ্য দিয়ে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএম