ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে সাংবাদিক ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বস্মতি ক্রমে ফেনী পৌর সিএনজি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এসময় পৌর এলাকায় চলাচলরত মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস, পৌর রিক্সা ভাড়া নিধারণ, অবৈধ ফুটপাত উচ্ছেদ, পার্কিংএর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে । ফেনী পৌর সিএনজি চালকরা ভাড়া নিয়ে ফেনী শহরের সম্প্রতি যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সে ব্যাপারে সমাধানের লক্ষে মঙ্গলবার ফেনী পৌরসভা মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ফেনীতে কর্তব্যরত সাংবাদিক ও সিএনজি মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের যৌথ আলোচনা স্বাপেক্ষে পৌর এলাকায় সিএনজি ভাড়া নির্ধারণ হয়।
এসময় আরও বলা হয় পৌর সিএনজির কোন চালক যদি যাত্রীর সাথে কোন রকম অশোভন আচরণ করে তাহলে সাথে সাথে পৌর কর্তৃপক্ষকে অবহিত করতে। এ বাপারে পৌরসভার পক্ষ থেকে একটি হটলাইন খোলা হয়।
মতবিনিময়কালে মেয়র সাংবাদিকদের বলেন, পৌর এলাকায় অল্প আয়ের মহিলারা বাধ্য হয়ে সিএনজি চালিত অটোরিকশায় চলাচল করেন। সেই সিএনজিতে অনেক সময় অনেক খারাপ লোকও উঠে। তারা খারাপ আচরণ করে। এই কারনে কিছু দিনের মধ্যে পৌর এলাকায় চলাচলরত মহিলাদের জন্য চারটি পৌর মিনিবাস সার্ভিস চালু করা হবে। যার চালক ও হেলপার হমে মহিলা। পৌরসভার নির্ধারিত চারটি টার্মিনাল ছাড়া যেখান সেখান থেকে টোল আদায় কার যাবেনা। টোল আদায় করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। পৌর এলাকায় আগামী তিনদিন মাইকিং করা হবে। চতুর্থ দিন থেকে অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শহরে কোন অবস্থায় অবৈধ কোন সিএনজি প্রবেশ করতে দেয়া হবে না। এক মাসের মধ্যে পৌর রিক্সা ভাড়া নির্ধারণ করে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম