কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি এলাকা থেকে দুইজন অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুইজন সদস্যকে আটক করেছে র্যাব-১৫। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুক্তিপণ না দিলে ভিকটিমদ্বয়কে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করা হয়। অভিযোগের ভিত্তিতে অপহৃত ভিকটিমদ্বয়কে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। ধৃত ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের উত্তরে অন্ধকার স্থান থেকে ভিকটিমদ্বয়কে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিমদ্বয় ও আটককৃত অপহরণকারীদ্বয়কে উখিয়া থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার জন্য হস্তান্তর করা হয়েছে।
উল্লেখিত ঘটনার বিষয়ে উখিয়া থানায় অপহরণকারী চক্রের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম