ফরিদপুরের বোয়ালমারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন বলেন, আগামী ৩ নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয়ের ২০টি স্টল অংশগ্রহণ করবে এবং সেরা স্টলগুলোকে পুরষ্কার প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহম্মেদ, অ্যাডভোকেট কোরবান আলী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল