চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে সবকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করায় কিছুটা ধীরগতি বলে অভিযোগ করেছেন ভোটররা।
বুধবার সকাল ৮টা থেকে ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এরমধ্যে ২০ হাজার ৮০১ জন পুরুষ ও ১৯ হাজার ১৮৩ জন মহিলা।
সকাল বেলায় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে বিভিন্ন কেন্দ্রে।
ভোটাররা অভিযোগ করেছেন, ইভিএমে ভোট হওয়ায় ভোট দিতে বেশি সময় লাগছে। এ জন্য ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
জেলা নির্বাচন অফিসার জানান, ইউনিয়নের সবকটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে ভোটারের আঙুলের ছাপজনিত কারণে ভোটগ্রহণে কিছুটা দেরি হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতা কারণে আদালতের নির্দেশে ভোট বন্ধ হয়ে যায় দুর্লভপুর ইউনিয়নের। জটিলতা কেটে গেলে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন