টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সকাল থেকেই ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার রয়েছে ২৬ হাজার ৩৪৯ জন।
এছাড়াও ঘাটাইলের দেওলাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রের ভিতরে ৫ জন পুলিশ এবং ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা