বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ খান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শহীদুল্লাহ খান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ত্যাগী ছাত্রনেতা শহীদুল্লাহর সংগঠনে অপরিসীম অবদান রয়েছে। তার রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।
বিডিপ্রতিদিন/কবিরুল