নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানা ও এজহারভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো- সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মো. আফজাল, সুমিলপাড়া এলাকার হায়দার আলীর স্ত্রী নূর জাহান বেগম ও তার ছেলে মো. সাগর, গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), আদর্শনগর এলাকার ইকবাল হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন (১৯), মিজমিজি বাতানপাড়া এলাকার জলিল হাওলাদারের মো. হোসাইন (১৯), গোদনাইল আরামবাগ এলাকার মকবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২৯), টেকনাফ থানার ইউসুফ জালালের ছেলে করিম উল্লাহ ২৫), টেকনাফ থানার গোলাম কাদেরের ছেলে শরীফুল কাদের (২৬), লক্ষ্মীপুর জেলার নূর মোহাম্মদের ছেলে মো. শাহেদ (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান (পিপিএম বার) বলেন, গ্রেফতার আসামিদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল